
রাজবাড়ী, ০৭ সেপ্টেম্বর, এবিনিউজ : সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে রাজবাড়ীতে ৫ জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শওকত আলী মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় আজ শনিবার সকাল সাড়ে দশটা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেনে। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৫০ কেজি ইলিশি মাছসহ ৬ জন জেলেকে আটক ও একটি ট্রলার জব্দ করা হয়।
পরে আটকৃত জেলেদের মধ্যে ২ জনকে ৭ দিন ও ৩ জনকে ২০ দিন করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। উদ্ধারকৃত মাছ বিভিন্নি এতিম খানায় সিলিপ এর মাধ্যমে বিতরণ করা হয়। পরে আটকৃকত কারেন্ট জাল সাধারন জনগনের সামনে ডিজেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুর রহমান, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মজিনুর রহমান, এসআই মোঃ মনিরসহ পুলিশের অন্যন্য সদস্য বৃন্দ।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী জানান, মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, এ অভিযান আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিয়মিত চলবে। পড়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেক জেলেকে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়। দন্ড প্রদানের পর আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/এমসি