শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মাধবদীতে জামায়াতের ২৬ নেতা-কর্মী গ্রেফতার

মাধবদীতে জামায়াতের ২৬ নেতা-কর্মী গ্রেফতার

নরসিংদী, ০৭ সেপ্টেম্বর, এবিনিউজ : নরসিংদীর মাধবদীতে রাষ্ট্রবিরোধী ও নাশকতামুলক কর্মকান্ড করার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় ২৬ জন জামায়াতে ইসলামের নেতা-কর্মীকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।

আজ শনিবার দুপুরে মাধবদী থানাধীন বিবিরকান্দী গ্রামের আসাদ মিয়ার মালিকাধীন ইমন গার্ডেনের নির্মানাধীন কমিউনিটি সেন্টারের ২য় তলা থেকে গোপন বৈঠক চলাকালীন সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আজ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার এস আই মোঃ আরিফ হোসাইন, এসআই এনায়েত কবির মামুন, এসআই সুবল চন্দ্র পাল, এএসআই মোঃ শাহদাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবদীর বিবিরকান্দী গ্রামের আসাদ মিয়ার ইমন গার্ডেনের নির্মানাধীন একটি কমিউনিটি সেন্টারের ২য় তলার হলরুমে অভিযান চালায়। সেখান থেকে ২৬ জন জামায়াতে ইসলামের নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলা (দক্ষিণ) জামায়াত ইসলামের আমীর মোঃ আঃ জব্বার (৬৫), জেলা জামায়েত সদস্য মো: মোজাম্মেল হক (৫৩), মো: আ: আজিজ, আ: হান্নান (৫২), শফিউদ্দিন (৪৩), ইব্রাহিম মোল্লা(৫০), মো: নজরুল ইসলাম (৩৮), হানিফ মিয়া (৫০), সিদ্দিকুর রহমান (৫০), ইসমাইল (৩৪), জামফর উল্লাহ(৪৭), খায়রুল ইসলাম (৪২), মোয়াজ্জেম হোসেন, মোসলেম উদ্দিন (৬৫), নাসির উদ্দিন(৪৬), মো: কামরুজ্জামান (৪০), হেলাল উদ্দিন (৬৫), হাফিজুর রহমান (৪০), মো: কবির হোসেন(৪৮), ইয়াছিন মিয়া(৬৫), আ: সাত্তার (২৯), ওসমান গণি (৫৬), সাদেকুর রহমান (৪৩), নজরুল ইসলাম (৩৩), মো: বেলায়েত (৪০) ও মো: মোহসিন (৪৮)।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেপ্তারকৃতরা মাধবদী থানার জামায়াতসহ জেলা ও উপজেলাসহ বিভিন্ন শাখার জামায়াত-শিবিরের দায়িত্বশীল নেতা। তারা নাশকতার উদ্দেশ্যে, রাষ্ট্রের ধ্বংসাত্বক কার্যকলাপের জন্য গোপন বৈঠক করছিল।

এ বিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসাইন বাদী হয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে থানায় মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদেরকে জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হয়েছে।

এবিএন/সুমন রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত