রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

সরিষাবাড়ীতে শিক্ষক নিয়োগের ঘটনায় ভাংচুর

সরিষাবাড়ীতে শিক্ষক নিয়োগের ঘটনায় ভাংচুর

জামালপুর, ০৭ সেপ্টেম্বর, এবিনিউজ : জামালপুরের সরিষাবাড়ীতে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ না দেয়ায় দোকান ভাংচুর করেছে প্রার্থীর লোকজন। উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

জানাগেছে, চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে গত ৪ জুলাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ পদে ১৫ জন প্রার্থী আবেদন করেন। গতকাল শুক্রবার জামালপুর সিংহজানী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে খলিলুর রহমান ১ম ও বিনয় কুমার ২য় হন।

এদিকে পরীক্ষায় ৬ষ্ঠ স্থান অধিকারী গাজীউর রহমানকে নিয়োগ দিতে স্থানীয় দালালচক্র ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির কয়েক সদস্য মোটা অঙ্কের উৎকোচ নেয়র অভিযোগ ওঠেছে। একপর্যায়ে ১ম স্থান অধিকারী খলিলুর রহমানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামে অভিযোগ-পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে দ্বিমত পোষণ করলে ব্যবসা প্রতিষ্ঠাণে হামলা চালায়। ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল হক জানান, ‘বিধি মোতাবেক ১ম স্থান অধিকারীকেই নিয়োগ দেওয়া হবে। এ নিয়ে কিছু লোক ক্ষিপ্ত হলেও করার কিছু নাই।’

ওসি (তদন্ত) আবু তাহের জানান, ‘বিদ্যালয় এলাকায় উত্তেজনার খবরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত