![পাবনার সুজানগরে ইলিশ ধরায় আটক ১৯](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/07/atok_103861.jpg)
পাবনা, ০৭ অক্টোবর, এবিনিউজ : পাবনা জেলার সুজানগর ও আমিনপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করায় ১৯ জেলেকে আটক করেছে পুলিশ। এসময় এক লাখ ৩০ হাজার মিটার জাল, ১৮টি নৌকা সাড়ে আট মণ ইলিশ ও একটি এম্বুলেন্স জব্দ করা হয়েছে।
আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান প্রত্যককে এক মাস করে বিনাশ্রম কারান্ডাদেশ দেন। এবং জব্দকৃত জাল পুড়িয়ে দেওয়া হয় ও ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় নদীতে ইলিশ মাছ ধরা, বেচাকেনা, পরিবহন, মজুদ ও বিনিময় করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে সুজানগর ও আমিনপুরে পদ্মা নদীতে ইলিশ মাছ শিকার করায় গত শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলামের নেতৃত্বে সুজানগর থানা পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তারা যৌথ অভিযান চালায়।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর