বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শেরপুরের সীমান্তে বন্যহাতির মৃত্যু

শেরপুরের সীমান্তে বন্যহাতির মৃত্যু

শেরপুর, ০৮ অক্টোবর, এবিনিউজ : দুই দিনের ব্যবধানে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকায় আবারও একটি বন্যহাতির মৃত্যু হয়েছে।

বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো.তারিকুল ইসলাম জানান, উপজেলার বালিজুড়ি গ্রামে আজ রবিবার সকালে হাতিটি মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

এর আগে শুক্রবার উপজেলার রাঙ্গাজান গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে একটি মৃত বন্যহাতি পাওয়া যায়।

এ ছাড়া গত ১৩ আগস্ট শ্রীবরদী উপজেলার রানী শিমূল ইউনিয়নের সীমান্ত ঘেষা পাহাড়ি হলুয়াহাটি গ্রামে ইউরিয়া সার খেয়ে বিষক্রিয়ায় আরও এক বন্যহাতির মৃত্যু হয়।

তারিকুল বলেন, বন্যহাতির দল ক্ষেতের ধান খেয়ে ফেলায় স্থানীয় কৃষকদের পেতে রাখা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোববার ভোরের দিকে এ হাতিটির মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় মামলার জন্য বনবিভাগের বালিজুড়ি বিটের বন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

বালিজুড়ি বিটের বন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘মাদী হাতিটির বয়স আনুমানিক ৪ বছর; উচ্চতা ৭ ফুট ও লম্বায় ৯ ফুট।’

ময়নাতদন্ত শেষে হাতির মৃতদেহ মাটিচাপা দেয়া হবে বলে তিনি জানান।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত