বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লাউয়াছড়ায় নির্মিত হলো দৃষ্টিনন্দন প্রধান গেইট : শীঘ্রই উদ্ধোধন

লাউয়াছড়ায় নির্মিত হলো দৃষ্টিনন্দন প্রধান গেইট : শীঘ্রই উদ্ধোধন

লাউয়াছড়ায় নির্মিত হলো দৃষ্টিনন্দন প্রধান গেইট : শীঘ্রই উদ্ধোধন

শ্রীমঙ্গল, ০৮ অক্টোবর, এবিনিউজ : মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় পার্কে নির্মিত হয়েছে শতাব্দীর স্মারক দৃষ্টিনন্দন প্রধান গেইট। গত ৭ এপ্রিল এই গেইট নির্মাণ কাজ শুরু হয়। এতে নির্মাণ ব্যয় হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা। ময়মনসিংহের ভাস্কর্য শিল্পী ম. শ. ফেরদৌস নান্দনিক এই গেইটটির ডিজাইন, বাস্তবায়ন ও সার্বিক তত্বাবধান করেন। গত শুক্রবার দৃষ্টিনন্দন এই প্রধান গেইটের নির্মাণ কাজ শেষ হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের অর্থায়নে এই গেইটটি নির্মাণ করা হয়েছে।

লাউয়াছড়া সংরক্ষিত বনের সুরক্ষা নিশ্চিত করতেই বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ প্রধান গেইট নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। গেইটটি দৃষ্টিনন্দন ও পর্যটক দর্শনার্থীসহ সকলের কাছে আকর্ষণীয় করতে বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো সার্বক্ষণিক এর দেখভাল করেছেন। ভাস্কর্য শিল্পী ফেরদৌস বলেন, এটি আরসিসি গেইট। সিমেন্ট, লৌহ এবং স্টীল দিয়ে নির্মিত হয় এই গেইটের বিভিন্ন অংশ। গেইটটিতে রয়েছে বৃক্ষ এবং জীবজন্তুর নকশা করা প্রতিকৃতি। মৌলভীবাজার বন্যপ্রাণি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বলেন, সর্বসাধারণের প্রবেশাধিকার সংরক্ষণ করার লক্ষ্যে এবং এলাকার ঐতিহ্য তুলে ধরে লাউয়াছড়ায় প্রধান গেইট নির্মাণ করা হয়েছে।

গেইটটির উপরে একপাশে রয়েছে লাউয়াছড়ার প্রাণ ‘উল্লুক’ এবং অপর পাশে ‘অজগর’। অর্থাৎ লাউয়াছড়ার ঐতিহ্য এই দুইটি প্রানীকে হাইলাইট করে গেইটটি নান্দনিক করে গড়ে তোলা হয়েছে। গেইটটির উচ্চতা হচ্ছে সাড়ে বারো ফুট এবং প্রস্হ তেরো ফুট। ভাস্কর শিল্পী ফেরদৌস আরো বলেন, চাপালিশ গাছের আদলে কৃত্রিমতা বর্জিত প্রাকৃতিক নকশার মাধ্যমে তৈরি করা হয়েছে বহু প্রতিক্ষিত এই গেইট। তবিবুর রহমান আরো জানান, লাউয়াছড়ায় নব- নির্মিত এই প্রধান গেইটটি খুব শীঘ্রই আনুস্টানিক উদ্বোধন করা হবে।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত