![জমি বিক্রির জের: মাদারীপুরে দু-পক্ষের থানায় অভিযোগ দায়ের](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/08/madaripur_abnews24 copy_103950.jpg)
মাদারীপুর, ০৮ অক্টোবর, এবিনিউজ : মাদারীপুরে পৌর শহরের সৈদারবালী এলাকায় জমি ক্রেতা আবদুর রব হাওলাদার ও পৈতিৃক সুত্রে জমির মালিক সুলতান বেপারী উভয় জমিজমা সংক্রন্ত বিষয় নিয়ে একে অন্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগি জমি ক্রেতা আবিরব হাওলাদার স্ত্রী আছানুর আক্তার জানান, পৌর এলাকার ৪নং ওয়াডের ১০৮ নং সৈদারবালী মৌজার আর এস ২৩ দাগের ৬ শতাংশ জমি আমার স্বামী ক্রয় করে জসিম বেপারীর অংশ কিন্তু তার শরিকআনা সুলতান বেপারী ৪/৫ বার শালিশ হলেও আমার স্বামীর কেনা দলিলের জমি বুঝিয়ে দেয়নাই। এমনকি শালিশদের হুমকি দিয়ে বলে আমি জমি বুঝিয়ে দেবনা যদি কেহ যদি পারে সে যেন জমি তাকে(আমাকে) বুঝিয়ে দেয়। শালিশ গনের কাছে গেলে তারা আমাকে এ কথা বলে। স্থানীয় প্রভাবশালী ১. সুলতান বেপারী ও তার ছেলে গন ২. সাজ্জাদ বেপারী ৩. শাকিল বেপারী ৪. সোহান বেপারী সহ তারা সন্ত্রাসী খারাব প্রকিৃতিক লোক বটে। আমার ও আমার পরিবারের লোকদের যে কোন ক্ষতি সাধন করিতে পারে।
তাই আমি নিরুপায় হয়ে এবিষয় গত ০৩/১০/১৭ ইং তারিখ মোঙ্গলবার মাদারীপুর সদর থানায় একটি সাধারন ডাইরী করা হয় ডাইরী নং ১২৫। জমি ক্রতা আরো জানান গত বুদবার আমার জমি বুঝিয়ে দেওয়ার জন্য সুলতান বেপারীরে সে এবং তার ছেলে গন উল্টো আমাদেরকে মারধর ও বাড়ীঘর কোপিয়ে এবং আমাদের বসত ঘরে বন্দি করে তালা ঝুলিয়ে দেয়। পরে থানা পুলিশের চাপে তারা নিজেরাই আমার বসত ঘরের তালা খুলেদেয়। আমি এই ঘটনার দৃস্টান্ত মুলক বিচার দাবি করছি। সুলতান বেপারী জানান, ১০৮ নং সৈদারবালী মৌজার আর এস ২২ দাগের ৩৩ শতাংশ জমির রেকর্ডীয় মালিক ছিলেন জনৈক চান্দু বেপারী জসিম বেপারী কালাচান বেপারী মালেক বেপারী লালচান বেপারী ও বনা বিবি। উক্ত জমির উ্পর একটি কবরস্থান আছে। কালাচান বেপারীর স্ত্রী হাজেরা বেগম মারা গেলে তাকে ঐ কবরস্থানে দাফন করা হয়।
ওই জমির অপর রেকর্ডীয় মালিক জসিম তার অংশের জমি পাশের ঝাউদী ইউনিয়নের আবদুর রব হাওলাদারের নিকট বিক্রি করে। ২০০৬ সালে রেকর্ডীয় মালিক কালাচান মারা গেলে তাকেও কবরস্থানে দাফন করা হয়। কিন্তু জসিম বেপারীর বিক্রিত জমি বাদ দিয়ে ক্রেতা স্থানীয় প্রভাবশালী হওয়ায় কালাচান বেপারীর কবরস্থানের জমি জোরপুর্বক দখল করার লক্ষ্যে গত বৃহস্পতিবার কতিপয় সন্ত্রাসীর প্রকৃতির লোক নিয়ে কবরস্থান ভেঙ্গে জমি দখল করে নেয়। ফলে নিরুপায় হয়ে কালাচান বেপারীর ছেলে মো: সুলতান বেপারী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে শালিশ আ. রহমান হাওলাদার জনান, আমরা এলাকার লোকজন মিলে অনেক বার আপোশ মিমাংশা করে দিয়ে ছিলাম। মাপে আবিরব এর জমি করবসহ দক্ষিনে আরো ৪ ফুট জমি পাবে, প্রথমে সুলতান বেপারীর কবর সরিয়ে অন্যত্র নেওয়ার কথা ছিলো। কিন্তু পরে সুলতান বেপারী কোন ভাবেই জমি ছারতে নারাজ। সে এক পর্যায় আমাদের শালিশ গনকে রায় না মেনে বলে দিলো আমি আবিরব কে জমি ছারবোনা দেখি কে তাকে জমি বুঝিয়ে দেয়। তখন আমরা আবিরবকে আইনের আ¯্রায় নিতে পরামর্শ দিয়েছিলাম। কিন্তু পরে শুনেছি আবিরবের সাথে মারামারি হয়েছে। তবে আমি শুনেছি আবিরবের বসত ঘরে সুলতানের ছেলেরা তালা দিয়েছিলো। মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল হাসান বলেন, বিষয়টি সাধারন ডায়েরীভুক্ত হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/তোহা