বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মানিকগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জ, ০৮ অক্টোবর, এবিনিউজ : মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট খেলাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের সংঘর্ষে সেলিম মালিক নামে এক টিম ম্যানেজার নিহত হয়েছে। নিহত যুবক সেলিম মালিক (৩৫) সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের ডিগ্রিবাধা গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের পুত্র। সে পেশায় পোল্ট্রি খামারি ছিলো। নিহতের মরদেহ আজ রবিবার দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে সিংগাইর থানা পুলিশ।

আর আগে গতকাল শনিবার বিকালে সিংগাইর উপজেলার নবগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সেলিম। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে হয়েছে।

বিষয়টি সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) নজরুল ইসলাম নিশ্চিত করেছে। জানা গেছে, সিংগাইর উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমেদ নবগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে ৪ দল বিশিষ্ট শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। ২৫ সেপ্টেম্বর স্থানীয় বলধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাজেদ খাঁন এ খেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে। শনিবার বিকেলে ওই টুর্নামেন্টের কবি নজরুল একাদশ বনাম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান দলের খেলা চল ছিলো। খেলার মাঝে হঠাৎ করে ফাউলকে কেন্দ্র করে উভয় দলের খেলোয়াড়দের সংর্ঘষে বাধে। এ সময় টিম ম্যানেজার সেলিম সংর্ঘষ থামাতে এগিয়ে এলে অপর দলের খেলোয়াড়রা তাকে এলোপাথাড়ি মারপিট করে।

এতে গুরুতর আহত সেলিমকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় সেলিম।

এ ঘটনায় নিহত সেলিম মালিকের স্ত্রী ফরিদা বেগম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ক্রীড়া একাদশের অধিনায়ক জিয়াউর রহমান (২৭), খেলোয়ার সেলিম হোসেন (২৫), আফজাল হোসেন (২৩) মহন (১৬) ও রনিসহ অন্তত ২৫/৩০ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানায়, ময়না তদন্ত শেষে আজ দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে রবিবার বিকাল ৫ টা পর্যন্ত কোন আসামী কে আটক করা যায় নি বলেও জানান সিংগাইর থানার এ পুলিশ কর্মকর্তা।

এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত