শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মেঘনা নদী থেকে ৫০ হাজার মিটার জাল ও ইলিশ মাছ জব্দ

মেঘনা নদী থেকে ৫০ হাজার মিটার জাল ও ইলিশ মাছ জব্দ

মেঘনা নদী থেকে ৫০ হাজার মিটার জাল ও ইলিশ মাছ জব্দ

নরসিংদী, ০৮ অক্টোবর, এবিনিউজ : নরসিংদীর মেঘনা নদী থেকে ৫০ হাজার মিটার ইলিশ ধরার জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার দুপুরে জেলা প্রশাসন ও সদর উপজেলা মৎস অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। সাথে ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা তাজমহল বেগম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদী সদর উপজেলার করিমপুর, শ্রীনগর ও শুটকিকান্দা সহ বিভিন্ন এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল ও ৩০ কেজী ইলিশ মাছ জব্দ করা হয়। তবে সেসময় কোন জেলেকে আটক বা জরিমানা করা হয়নি।

অভিযান শেষে নরসিংদী সদর পুলিশ ফাঁড়ির সামনে জব্দকৃত জাল আগুণ দিয়ে পোড়ানো হয়। এবং জব্দকৃত মাছ মাদ্রাসা ও এতিমখানায় দিয়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সেলিম রেজা ও মো: মঈন উদ্দিন মোল্লা সহ সদর উপজেলা মৎস অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম বলেন, সরকারী নিষেধাজ্ঞা অনুযায়ী আগামী ২২ অক্টোবর পর্যন্ত ঝাটকা মাছ নিধন বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে যে কেউই নদীতে মাছ ধরতে গেলে তাদেরকে আইনের আওতায় এনে সাজা দেয়া হবে। পাশাপাশি জরিমানা করা হবে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চলবে।

এবিএন/সুমন রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত