![নরসিংদীতে ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/08/fensidil_abnews_103992.jpg)
নরসিংদী, ০৮ অক্টোবর, এবিনিউজ : নরসিংদীর শহরের বাসাইল থেকে ২৮০ বোতল ফেন্সিডিল সহ স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার রাতে বাসাইল এলাকার মধ্যপাড়া একটি ভাড়া বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী শহরের কান্দাপাড়া এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে মো: শাহজালাল (৩৯) ও তার স্ত্রী অরুণা বেগম (৩০)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী শহরের বাসাইল মধ্যপাড়া এলাকার দেলোয়ার হোসেন এর বাড়ির তৃতীয় তলায় ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ শাহজালাল ও তার স্ত্রী অরুণা ফেন্সিডিলের ব্যবসা করে আসছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার তার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালায়। সেসময় ২৮০ বোতল ফেন্সিডিল সহ সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, মাদক নির্মূল করতে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ এক দম্পত্তিকে গ্রেফতার করা হয়েছে। তারা পারিবারিক জীবনের আড়ালে খুব গোপনে মাদকের ব্যবসা করে আসছিল। ২৮০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতারে ঘটনায় সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/সুমন রায়/জসিম/এমসি