![নোয়াখালীতে বাস ও অটোরিক্সার সংঘর্ষ: নিহত ১, আহত ২০](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/08/road-accident@abnews_104011.jpg)
নোয়াখালী, ০৮ অক্টোবর, এবিনিউজ : জেলার বেগমগঞ্জ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের সেতুভাঙ্গা বাজারের কাছে আজ দুপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মো. আনন্দ (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজিদুর রহমান সাজিদ জানান, এ ঘটনায় অটোরিক্সা ও বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। নিহত স্কুল ছাত্র অটোরিক্সার যাত্রী ছিল। ওই ছাত্রের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নম্বর ডমুরুয়া ইউপির সাত বাড়িয়া গ্রামে। সে ওই গ্রামের সাহেব উল্লার ছেলে ও সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
ওসি জানান, দুর্ঘটনার পর পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় পতিত আল্লার দান পরিবহনের বাসটি আটক করেছে।
এবিএন/জনি/জসিম/জেডি