![মানিকগঞ্জে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার করায় ৯ জেলের অর্থদন্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/08/manikgoanj_abnews24 copy_104047.jpg)
মানিকগঞ্জ, ০৮ অক্টোবর, এবিনিউজ : মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার পদ্মা-যমুনায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের অপরাধে ৯ জেলেকে অাটক করে ভ্রাম্যমান অাদালতে অর্থদন্ড করেছে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা। আজ রবিবার শিবালয় উপজেলায় ৭ জেলেকে ৪ হাজার টাকা করে ও দৌলতপুর উপজেলায় ২ জেলেকে ২ হাজার টাকা করে ভ্রাম্যমান অাদালতে জরিমানা করা হয়।
শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল আলম জানায়, উপজেলার যমুনার বিভিন্ন পয়েন্টে অভিযান কালে ইলিশ ধরার দায়ে রোববার ভোরে সাত জেলেকে আটক করা হয়। পরে বিকেলে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল মোহাম্মদ রাশেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আটক ৭ জনের প্রত্যেককে ৪ হাজার টাকা করে জরিমানা করে।
অপরদিকে জেলার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা জানায়, দৌলতপুর উপজেলার পদ্মা নদীর বাচামারা এলাকায় ইলিশ শিকারের দায়ে রোববার ভোরে ২ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
এবিএন/সোহেল রানা খান/জসিম/এমসি