
ঢাকা, ০৮ অক্টোবর, এবিনিউজ : রোহিঙ্গা সংকট সমাধানে চীন, রাশিয়া ও ভারতের রাষ্ট্র প্রধানদের সঙ্গে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
আজ রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারের অস্ত্রের যোগানদাতা হচ্ছে চীন, রাশিয়া এবং ভারত। কাজেই মিয়ানমার থেকে জীবনের ভয়ে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পুনরায় মিয়ানমারে ফেরত পাঠাতে হলে তাদের (মিয়ানমার) মুরুব্বি তিন দেশ ও দেশের রাষ্ট্রপ্রধানদের বোঝাতে হবে; পক্ষে আনতে হবে।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীকে চীন, রাশিয়া ও ভারতের রাষ্ট্রপ্রধানদের ফোন করতে হবে, প্রয়োজনে এ তিন দেশে সফরে যেতে হবে। যদি তিন মুরুব্বিকে বুঝানো যায়; তাহলে রোহিঙ্গা সমস্যা সমাধান সম্ভব, অন্যথায় সম্ভব নয়।