![চাঁদপুরে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/08/chadpur_abnews24 copy_104062.jpg)
চাঁদপুর, ০৮ অক্টোবর, এবিনিউজ : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর ইউনিয়নে আজ রবিবার দুপুরে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার রাস্তা চাঁদপুর এলজিইডি কাজটি বাস্তবায়ন করছে বলে জানান, ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী জিয়া উদ্দিন মজুমদার। এর মধ্যে নতুন রাস্তা ২ কিলোমিটার ও ৩ কিলোমিটার সংস্কারের কাজ রয়েছে।
ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর (উ.) ইউনিয়নের ধানুয়া বাজার সড়ক থেকে চাঁদপুর গ্রামের কাদির মুন্সী বাড়ি পর্যন্ত ২ কিলোমিটার নতুন রাস্তা ও ধানুয়া বাজার থেকে আরেকটি ৩ কিলোমিটার রাস্তা নয়াহাট বাজার সড়ক পর্যন্ত সংস্কারকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুইয়া এমপি।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজী সফিক, টিপু সরকার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোনায়েম খান ও উপজেলা আওয়ামী লীগ এবং ইউনিয়নের আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর