![শিবপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/09/sova_abnews_104165.jpg)
শিবপুর (নরসিংদী), ০৯ অক্টোবর, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ সোমবার সকাল ১১টা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের আরিফ-উল-ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভঁূঁইয়া রাখিল, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়াসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় গৃহীত সিন্ধান্ত সমুহ তাল গাছ রোপন, বাল্যবিবাহ, বিদ্যুৎ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বালু উওোলন, পাহাড় কাটা, ইভটিজিং। সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/এমসি