
ঢাকা, ০৯ অক্টোবর, এবিনিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এখনও সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে আছেন। সরকারের অনুমোদন ছাড়া কেউ তার সঙ্গে দেখা করতে পারেন না।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটি নিয়ে গতকাল রবিবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভবনের সামনে বিএনপিপন্থী আইনজীবীদের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, প্রধান বিচারপতি তাদের অধীনে তাদের কাস্টডিতে সরকারের হেফাজতে আছেন। আমাদের আইনজীবী নেতারা তার সঙ্গে দেখা করতে পারেন না। দেশের সাংবাদিকরা দেখা করতে পারেন না। তার আত্মীয়স্বজন এখনও তার সঙ্গে দেখা করতে পারেন নাই।
তিনি বলেন, বাংলাদেশে আজকের সংকট হলো সংবিধান অনুযায়ী বিচার বিভাগর স্বাধীনতা থাকবে কী, থাকবে না। একটি রায়কে (ষোড়শ সংশোধনী) কেন্দ্র করে যেহেতু এ রায় সরকার পছন্দ করেন নাই, আজকে সেই রায়ের প্রতিক্রিয়া হিসেবে সরকার এবং সরকারি দলের নেতারা যে আচরণ করেছেন, তা নজিরবিহীন।