![মাদারীপুরের ঝিকারহাটিতে এক বাড়িতে ডাকাতি: আহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/09/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_104217.jpg)
মাদারীপুর, ০৯ অক্টোবর, এবিনিউজ : মাদারীপুর সদর উপজেলার ঝিকিরহাটি ইউনিয়নের গোলাম মোল্লার বাড়ীতে গতকাল রবিবার রাত সাড়ে তিনটার দিকে নগদ দেড় লক্ষ টাকা ও স্বর্নংলকার নিয়ে যায় এবং একটি ডাকাতকে পিছন থেকে ধরতে গিয়ে দুই জন ছুরির আঘাতে আহত হয়।স্থানীয় ও প্রত্যক্ষসুত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে তিনটার দিকে কে বা কারা গোলাম মোল্লার বাড়ীতে দরজা ধাক্কা দেয় এর পর দরজা খুললেই এক সাথে ১০-১২ জন মুখোশ পরিহিত দেশীয় অস্ত্র নিয়ে ঘরে গিয়ে সবাইকে বেধে পেলে এবং অস্ত্র ধরে ঘর থেকে নগদ দেড় লক্ষ টাকা ও বিভিন্ন স্বর্নংলকার নিয়ে যাওয়ার সময় গোলাম মওলার ছেলে আশরাফুল(২৮) ও মৃত জামাল মোল্লার ছেলে সাইফুল মোল্লা একটি ডাকাতকে পিছন থেকে ধরতে গেলে তাদের ছুরি দিয়ে আঘাত করে পলিয়ে যায়। পরে দুইজনকে স্থানীয় চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আশরাফুল ইসলাম মোল্লা জানান, রাতে যখন কয়েকবার দরজা ধাক্কা দেয় তখন আমি দরজা খুলে দেয়ার সাথে সাথে ১০-১২জন লোক ভিতরে ঢুকে সবাইকে বেধে অস্ত্র ধরে সব কিছু লুটে নেয়। এলাকাবাসী টের পাওয়ায় সবাই পালাতে গেলে আমি ও আমার চাচাতো ভাই ধরতে গেলে আমাদের ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামরুল ইসলাম বলেন, প্রত্যক্ষদর্শীরা থানায় এসেছে। আমরা ঘটনাটি শুনছি এবং ঘটনাটি তদন্ত করে দেখবো এটা চুরি না ডাকাতি । না পুর্ব শুত্রুতার কারনে এই ঘটনা ঘটিয়েছে।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/তোহা