![ব্রহ্মপুত্র নদ রক্ষা করতে এক মঞ্চে সুশীল সমাজ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/09/narsingdi_abnews_104257.jpg)
নরসিংদী, ০৯ অক্টোবর, এবিনিউজ : নরসিংদীর মাধবদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ব্রহ্মপুত্র নদ রক্ষা করতে এক মঞ্চে মত বিনিময় সভা করেছে সুশীল সমাজ। আজ সোমবার দুপুরে মাধবদী পৌর মিলনায়তনে মাধবদী পৌরসভার উপর দিয়ে অতিবাহিত ব্রহ্মপুত্র নদ ও পরিবেশ রক্ষার স্বার্থে ব্রহ্মপুত্র নদের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদসহ গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সাথে মত বিনিময় সভা করেন মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক।
বক্তারা এ সভার মাধ্যমে অবৈধ ভাবে যারা নদী দখল করে রেখেছে তাদের বিরুদ্ধে একাত্ততা ঘোষনা করে। সকল অবৈধ দখলদারদের এ মাসের মধ্যেই উচ্ছেদ করতে মেয়র এর প্রতি অনুরোধ জানায় সুশীল সমাজ।
অবৈধ স্থাপনা উচ্ছেদ সর্ম্পকে মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক বলেন, সবাইকে এক হয়ে কাজ করলে কেউ নদী অবৈধ ভাবে দখল করে রাখতে পারবে না। পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম এর মাধ্যমে আমরা অবৈধ দখলদারদের উচ্ছেদ করবো। তিনি আমাদের পাশে আছে তাই আমরা কাউকে ভয় পাইনা। সবাইকে দখল ছাড়তে হবে।
মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁতীঁলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক পৌর প্রশাষক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ্য মোঃ জয়নাল আবেদীন, মাধবদী থানা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মফিজুল ইসলাম, নরসিংদী জেলা টেক্সটাইল, ডাইং এন্ড প্রিন্টিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোমেন মোল্লা, মাধবদী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন ভূইয়া প্রমুখ। এছাড়া মতবিনিময় সভায় পৌরসভার কাউন্সিলার বৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/সুমন রায়/জসিম/এমসি