শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শিবপুরে সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্পের কর্মপরিকল্পনা শীর্ষক সেমিনার

শিবপুরে সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্পের কর্মপরিকল্পনা শীর্ষক সেমিনার

শিবপুরে সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্পের কর্মপরিকল্পনা শীর্ষক সেমিনার

নরসিংদী, ০৯ অক্টোবর, এবিনিউজ : নরসিংদীর শিবপুরে সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যত কর্মপরিকল্পনা শীর্ষক সেমিনারের আয়োজন করেছে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্পের সহযোগিতায় আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র সেমিনার কক্ষে দিন ব্যাপী এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মদন গোপাল সাহা।

মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. আজমত উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মনোরঞ্জন ধর, কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, আড়াইহাজারের অধ্যক্ষ মো. কবির হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর উপ-পরিচালক মো. লতাফত হোসেন।

সেমিনারে স্থানীয় কৃষক, উদ্যোক্তা, শিক্ষক, রাজনীতিবিদ, কৃষিবিদ ও সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।

সেমিনারে লেবু জাতীয় ফলের গুরুত্ব, উৎপাদনে নানাবিধ সমস্যার সমাধানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন কৃষিবিজ্ঞানীরা। মূলত ৬ রকমের লেবু জাতীয় ফল নিয়ে গবেষণা করা হয় সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্পে। এগুলো হল বাতাবি লেবু, কমলা, মাল্টা, কলম্বো লেবু, জারা লেবু ও লাইম। নরসিংদী জেলায় এই ফলগুলোর উৎপাদন সক্ষমতা তুলে ধরা হয় সেমিনারে।

এর মধ্যে কমলা ব্যতীত অন্য সব ফল নরসিংদীতে ব্যাপকভাবে চাষ হয়। নরসিংদীর কলম্বো লেবু বিদেশেও ব্যাপক হারে রপ্তানী হচ্ছে।

এবিএন/সুমন রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত