![মানিকগঞ্জে চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/11/attohotta@abnews (2)_104487.jpg)
মানিকগঞ্জ, ১১ অক্টোবর, এবিনিউজ : গ্রাম্য সালিশে চুরির বিচার সহ্য করতে না পেরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের বান্দাইল গ্রামের রাসেল (২১) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে।
নিহত রাসেল সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের বান্দাইল গ্রামের রজ্জব আলীর পুত্র।
এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে নিহতের নানী রাহেলা খানম বাদি হয়ে মঙ্গলবার ১৩ জনের বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা দায়ের করেছে।
মামলা দায়েরের পর পুলিশ ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের বান্দাইল গ্রামের মৃত নকুম উদ্দিনের পুত্র এরশাদ (৬৫), মৃত ওয়াজ উদ্দিনের পুত্র চাঁন মিয়া (৪৮) ও চান আলীর পুত্র মোশারফ (৩৫)।
স্থানীয় বাসিন্দারা জানায়, গত সোমবার সকাল ১০ টার দিকে রাসেল ওই গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের পুত্র সুরুজ মিয়ার মোবাইল ফোন চুরি করেন। রাসেলকে চুরির অভিযোগে এলাকার সোলেমান মেম্বার, ছাত্তার খান, এরশাদ খান ও সৈয়জুদ্দিনসহ স্থানীয় বাসিন্দরা আটক করে তাকে চড় থাপ্পর মারেন। এ সময় সে চুরির করার কথা স্বীকার করে।
পরে সুরুজের বাড়িতে গ্রাম্য সালিশে রাসেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। লজ্জা অপমান সহ্য করতে না পেরে গত সোমবার দুপুর ২টার দিকে রাসল নিজ ঘরের শয়ন কক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে নিহতের নানী রাহেলা খানম বাদি হয়ে মঙ্গলবার ১৩ জনের বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা দায়ের করেড়।
রাসেলের পারিবারিক সূত্রে জানা যায়, রাসেল রিকসা ভ্যান চালিয়ে সংসার চালাতো। সম্প্রতি সে ২ সন্তানসহ জনৈক নারীকে বিয়ে করে পার্শ্ববর্তী সাহরাইল গ্রামের আফছার উদ্দিনের বাড়িতে বাসা ভাড়া করে থাকতো।
সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: নজরুল ইসলাম জানায়, এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর