![মানিকগঞ্জে টাকা ছিনতাইয়ের চেষ্টা: গুলি বিদ্ধ ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/11/manikganj-chintai@abnews_104490.jpg)
মানিকগঞ্জ, ১১ অক্টোবর, এবিনিউজ : মানিকগঞ্জে টাকা ছিনতায়ের চেষ্টা করে ব্যার্থ হয়ে র্দূবৃত্তরা গুলি করে আলমগীর (২৫) নামে এক ব্যক্তিকে অাহত করেছে ।
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের খান পাড়া গ্রামের কবরস্থানের পাশে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আলমগীর মানিকগঞ্জ সদর উপজেলার ঘোস্তা গ্রামের আলাউদ্দিনের পুত্র।
জানা গেছে, মানিকগঞ্জ ইসলামী ব্যাংক থেকে ৯ লক্ষ টাকা নিয়ে অালমগীর ও তার এক বন্ধু বাসায় আসার পথে মানিকগঞ্জ থেকে পিছু করা ছিনতাইকারীরা নবগ্রাম এলাকায় কবস্থানের পাশে মুখোস পরা অবস্থায় গতি রোধ করে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই করার চেষ্টা করে। পরে তাদের উভয়ের মধ্যে ধস্তাধস্থি হয় এবং টাকা নিতে না পেরে অালমগীরকে গুলি করে। পরে গুলির শব্দ পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে অাহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।
আহত আলমগীর জানায়, আমি আর আমার বন্ধুকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেবার চেষ্টা করে ছিনতাইকারীরা। টাকা নিতে না পেরে তারা গুলি করে।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আর এম ও ডা. মো: লুৎফর রহমান জানায়, গুলিটি হাতে লেগে হাতের হাড় চুর্ণবিচুর্ণ হয়ে গেছে এবং অবস্থা খুবই আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পুঙ্গ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্বত্যা নিশ্চিত করে জানায়, ছিনতাই করার চেষ্টা করেছিল কিন্তু টাকা নিতে না পেরে আলমগীর কে গুলি করে ছিনতাই কারীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর