বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মা‌নিকগ‌ঞ্জে ইলিশ রক্ষায় সমাবেশ র‌্যালি

মা‌নিকগ‌ঞ্জে ইলিশ রক্ষায় সমাবেশ র‌্যালি

মা‌নিকগঞ্জ, ১১ অক্টোবর, এবিনিউজ : আগামী ২২ অক্টোবর পর্যন্ত ‘ইলিশ মাছ না ধরি, জাতীয় সম্পদ রক্ষা করি’ শ্লোগানে মা‌নিকগ‌ঞ্জের শিবালয় উপ‌জেলার আরিচা সৌখিন মৎস্য সমিতির উদ্যোগে আজ বুধবার দুপু‌রে জনসচেতনা মূলক সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালী আরিচা বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবালয় উপজেলা প্রেসক্লাব চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

আরিচা সৌখিন মৎস্য সমিতির সভাপতি মোহাম্মদ ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আরিচা সৌখিন মৎস্য সমিতির প্রতিষ্ঠাতা মো: মোজাম্মেল হক, উপদেষ্টা মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা: আব্দুল মতিন, সহ-সভাপতি আজাহার মোল্লা ও শিবালয় বন্দর ব্যবসায়ী সমিতি সভাপতি আব্দুল লতিফ শেখসহ প্রমুখ।

বক্তারা বলেন, ইলিশ জাতীয় সম্পদ, বর্তমান এর প্রজন্ন মওসুম। মানিকগঞ্জের পদ্মা-যমুনায় এর অবাদ বিচরণ রয়েছে। স্থানীয় কিছু অসাধু মৎস্য শিকারী সরকার ঘোষিত নিষিদ্ধ সময়েও মা’ ইলিশ শিকারে মেতে উঠেছে। যা বন্ধ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ইলিশ শিকার রোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিসহ সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানানো হয়।

এবিএন/সো‌হেল রানা খান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত