শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শিবপুরে কলাগাছিয়া নদীর ব্রিজ ভেঙে নদীতে পড়ে

শিবপুরে কলাগাছিয়া নদীর ব্রিজ ভেঙে নদীতে পড়ে

শিবপর (নরসিংদী), ১২ অক্টোবর, এবিনিউজ : নরসিংদীর শিবপুর লাকরি বাজার ও পুরাতন সাবরেজিষ্ট্রার অফিসের পাশে কলাগাছিয়া নদীর উপর ব্রিজটি গতকাল বুধবার বিকালে পথচারী ও এলাকাবাসীরা ব্রিজ দিয়ে চলাচলের সময় একটু ফাটল দেখতে পায়।

গতকাল বিকেল ৫টায় খবর পেয়ে পৌর প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার শীলু রায় ফাটল ব্রিজটি দেখতে যায়। ব্রিজের ফাটলটি ঝুকিপূর্র হওযায় পথচারী ও যান চলাচাল না করা জন্য প্রশাসন বন্ধ করে দেন। পরে রাতের কোন এক সময় ব্রিজটি ভেঙে পড়ে। এতে কোন প্রকার দুর্ঘটনা ঘটেনি। ফলে দুর্ভোগে পড়েছেন প্রায় ৫০টি গ্রামের মানুষ।

স্থানীয়সূত্রে জানা যায়, এই সড়কটি শিবপুর বাজার হতে জয়নগর, যোশর ইউনিয়ন ও বেলাব উপজেলায় যাতায়েতের জন্য ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ন। এই ব্রিজটি ভেঙে নদীতে পড়ায় এলাকার হাজার হাজার লোকজন চরম দুর্ভোগের পড়েছেন। বর্তমানে বিকল্প রাস্তা দিয়ে মানুষ অনেক কষ্ট করে চলাচল করছেন।শিবপুরে কলাগাছিয়া নদীর ব্রিজ ভেঙে নদীতে পড়ে

সরজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের নিচে সব গুলো পিলারের সাথে কচুরিপানার জমাট বাধার কারণে এক পাশে পানির ¯্রােত বেড়ে যাওয়ায় একটি পিলারের নিচের মাটি সরে গেলে পিলারসহ ব্রিজের একাংশ রাতের কোন একসময় ভেঙ্গে পড়ে। ২০ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল।

আজ সকাল ১১টায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন স্থানীয় এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল।

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত