
ঢাকা, ১২ অক্টোবর, এবিনিউজ : সরকার বিএনপির সভা-সমাবেশের মতো কর্মসূচিতে বাধা দিয়ে ‘সাংবিধানিক অধিকার হরণ’ করছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণ করে দেশে একচ্ছত্র আধিপত্য বজার রাখতে চায়। সেজন্যই বর্তমান শাসকগোষ্ঠী বড় কিংবা ছোট সভা সমাবেশ বা মিছিলকেও বরদাস্ত করতে পারছে না। আর এজন্যই পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দেয়া হয়েছে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা এবং গ্রেপ্তার করে কারান্তরীণ রাখতে।’
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে পুলিশ বেপরোয়া গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ করেন তিনি। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি মির্জা ফখরুলের।