![লক্ষ্মীপুরে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/12/abnews-24_104765.jpg)
লক্ষ্মীপুর, ১২ অক্টোবর, এবিনিউজ : জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়নের নেতৃত্বে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বাজার রোড, ঝুমুর এলাকা প্রদক্ষিন করে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমীন লিকা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ ভূঁইয়া, সদর উপজেলা সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি শাহজাহান কামাল, স্বেচ্ছাসেবকলীগের জেলা সাধারন সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক হিজবুল বাহার রানা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান পাটোয়ারী, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি ইসমাইল হোসেন, পৌর সভাপতি রাজু আহম্মেদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
এবিএন/অ.আ.আবীর আকাশ/জসিম/তোহা