![কুলাউড়ায় কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/12/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_104810.jpg)
কুলাউড়া (মৌলভীবাজার), ১২ অক্টোবর, এবিনিউজ : মৌলভীবাজারের কুলাউড়া থানার পুলিশ সদস্য (কনস্টেবল-৩৫৯) মোশারফ হোসেন (৫৬) কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে তিনি এএসআই নাজমুলের নেতৃত্বে হাজীপুর এলাকায় কর্তব্যরত ছিলেন। সেখানে তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসা হয় এবং আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
জানা যায়, মোশারফ গত ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে পুলিশ লাইন থেকে কুলাউড়ায় যোগদান করেন। ১৯৮৪ সালে পুলিশের চাকুরীতে যোগদান করেন। নিহত মোশারফ নোয়াখালী জেলার সুনাইমরী থানার বারাহিনগর গ্রামে মৃত সফিকুল আলমের পুত্র । এদিকে পুলিশ কনস্টেবল মোশারফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. শাহজালাল,কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো:শামীম মুসা। নিহতের লাশের ১ম জানাযা কুলাউড়া সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয় এবং কুলাউড়া থানার পক্ষ থেকে তাঁর লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছানো হয়।
এবিএন/ময়নুল হক পবন/জসিম/তোহা