![কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/12/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_104811.jpg)
কুলাউড়া (মৌলভীবাজার), ১২ অক্টোবর, এবিনিউজ : মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। “স্বাধীনভাবে পাঠদান, শিক্ষক হবেন ক্ষমতাবান” এ পতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার প্রচেষ্টার আয়োজনে র্যালী, আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। সকালে উপজেলা প্রাঙ্গণ থেকে র্যালী বের করা হয়। পরে উপজেলা রিসোর্স সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, পৌর মেয়র শফি আলম ইউনুস,
পৌর কাউন্সিলর কায়ছার আরিফ ও হারুন অর রশীদ, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো. মামুনুর রহমান, সহকারি শিক্ষা অফিসার মাসুদুর রহমান, মহিউদ্দিন আহমদ ভূইয়া, ইউআরসি ইন্সট্রাক্টর আফসানা আক্তার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন- প্রচেষ্টার কার্যক্রম পরিচালক জাবেদ বিন সিদ্দিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুছ ছালাম ও অনুষ্ঠান পরিচালনা করেন সহ-শিক্ষিকা ফাতেমা বেগম। অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত ও সংবর্ধিত গুণী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
এবিএন/ময়নুল হক পবন/জসিম/তোহা