![তারাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/13/bannar_abnews_104934.jpg)
তারাগঞ্জ (রংপুর), ১৩ সেপ্টেম্বর, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জ উপজেলায় “ দুর্যোগ সহনীয় আবাস গড়ি নিরাপদে বাস করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনের প্রকল্প বাস্তবায়ন সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলেক্ষ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার সকাল ১০টায় একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) তাসলীমা বেগম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, পিআইও মনোয়ারুল ইসলাম, কুর্শা আর্দশ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিশিন চন্দ্র সরকার, তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম রিপন, উপ-সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম, পল্লী দারিদ্র বিমোচন অফিসার সুবাশ চন্দ্র রায়, অফিস সহকারী আব্দুল খালেক, রেজয়ানুল হক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে দুর্যোগপূর্ব প্রস্তুতির জন্য অগ্নি নির্বাপক যন্ত্র ও দ্রুত আগুন নিয়ন্ত্রণের সম্পর্কে মহড়া দেন তারাগঞ্জ সিভিল ডিফেন্স অফিসার ইনচার্জ (ভারঃ) আব্দুর রহমান নেতৃত্বে প্রতিনিধি দল।
এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/এমসি