![হবিগঞ্জে বজ্রপাতে ২ সহোদরের প্রাণহানি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/13/baniachong_104963.jpg)
হবিগঞ্জ, ১৩ অক্টোবর, এবিনিউজ : জেলার বানিয়াচংয়ে বজ্রপাতে দুই সহোদর নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাগহাতা নদীতে বজ্রপাতে বাগহাতা গ্রামের আক্কাস আলীর ছেলে বাবুল মিয়া (২৭) ও তার ভাই ইরফান আলী (১৫) মারা যান।
কাগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী জানান, নদীর ওপারে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য তারা নৌকায় করে নদী পার হচ্ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত ঘটলে দুই ভাই ঘটনাস্থলেই মারা যান।
বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, বজ্রপাত দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসআই ফিরোজ আলীকে পাঠিয়েছেন।
এবিএন/জনি/জসিম/জেডি