![লক্ষ্মীপুরে শাশুড়ীকে অজ্ঞান করে পালিয়েছে প্রবাসীর স্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/13/lakshmipur_abnews24_105024.jpg)
লক্ষ্মীপুর, ১৩ অক্টোবর, এবিনিউজ : লক্ষ্মীপুরে শাশুড়ীকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে নগদ টাকাসহ ৭ লাখ টাকার স্বর্ণালংকার ও মালামাল নিয়ে পালিয়েছে প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় বুধবার দুপুরে চন্দ্রগঞ্জ থানায় মামলা করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে বটতলী গ্রামের জমাদার বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বছর খানেক আগে জমাদার বাড়ির আব্দুল কুদ্দুসের ছেলে সৌদিআরব প্রবাসী মমিন উল্যাহ’র সাথে দিঘলীর রমাপুর গ্রামের আমির হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌস তানিয়ার বিয়ে হয়। গত মঙ্গলবার দুপুরে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য দামী মালামাল নিয়ে পালিয়ে যায়। বিয়ের পর প্রবাসী মমিন উল্যাহ সাড়ে চার মাস সংসার করে জীবিকার তাগিদে প্রবাসে চলে যায় বলে জানা গেছে।
এ ঘটনায় প্রবাসীর পিতা আব্দুল কুদ্দুস বাদী হয়ে পালিয়ে যাওয়া প্রবাসীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস তানিয়াসহ ৫ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
প্রবাসীর স্ত্রী তানিয়াকে পালিয়ে যেতে সহযোগিতা করায়, তানিয়ার বড় বোন বিবি আমেনা, মা ফারুল বেগম, ভাই সজিব হোসেন এবং ছোটবোন ফেন্সি আক্তারকে আসামী করা হয়।
উল্লেখ্য, প্রবাসীর স্ত্রী তানিয়ার সন্ধান দিতে পারলে উপযুক্ত সম্মানী প্রদান করার ঘোষণা দেন শশুর আব্দুল কুদ্দুস।
এবিএন/আবির আকাশ/জসিম/রাজ্জাক