শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লক্ষ্মীপুরে কারামুক্ত যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের সংবর্ধনা

লক্ষ্মীপুরে কারামুক্ত যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের সংবর্ধনা

লক্ষ্মীপুরে কারামুক্ত যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের সংবর্ধনা

লক্ষ্মীপুর, ১৩ সেপ্টেম্বর, এবিনিউজ : লক্ষ্মীপুরে সদ্য কারামুক্ত যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে জেলা বিএনপি’র সাধারন সম্পাদকের বাসার সামনে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করেন বিএনপি সহ সহযোগি সংগঠনের তৃণমূল নেতাকর্মীবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাহাবুদ্দিন সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এড. হারুনুর রশিদ ব্যাপারি, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, পৌর ছাত্রদলের সভাপতি মোছাদ্দেক হোসেন বাবর, যুবদল নেতা সামছুল আহছান মামুন সহ বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের পুরাতন আদালত এলাকার একটি চায়ের দোকান থেকে সদর থানা যুবদলের সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরণ, লক্ষ্মীপুর পৌর যুবদলের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন ভুলু, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জামালসহ ১৫ নেতাকর্মী কে আটক করে পুলিশ। বৃহস্পতিবার তারা জামিনে মুক্তি পায়।

এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত