সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo

আগৈলঝাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

আগৈলঝাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

আগৈলঝাড়া (বরিশাল), ১৩ সেপ্টেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস ২০১৭ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘কন্যা শিশুর জাগরণ, আনবে দেশের উন্নয়ন’। এই শ্লোগান নিয়ে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মলিনা রাণী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন।

বেসরকারি এনজিও এইচডিও, দি হাঙ্গার প্রজেক্ট ও চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদুর রহমান সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য আরও রাখেন বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক মিয়া, উপজেলা কন্যাশিশু এ্যাডভোকেসী ফোরামের সভাপতি মহাদেব বসু, রাজিহার ইউনিয়ন ফোরামের সভাপতি দীনেশ জয়ধর, দি হাঙ্গার প্রজেক্ট আগৈলঝাড়ার কো অর্ডিনেটর সাইফুল ইসলাম লিটন, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সঞ্জয় দাস ও ছাত্রী লামিয়া আক্তার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচডিও’র নির্বাহী পরিচালক কাজল দাশগুপ্ত। আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুর অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। সমাজে কন্যা শিশুর ভূমিকা ও বাল্যবিয়ের বিভিন্ন ক্ষতিকারক দিক সম্পর্কে আলোচনা করেন।

বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত