বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৫, গাঁজা ও ইয়াবা উদ্বার

জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৫, গাঁজা ও ইয়াবা উদ্বার

জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৫, গাঁজা ও ইয়াবা উদ্বার

জামালপুর, ১৪ সেপ্টেম্বর, এবিনিউজ : জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭৫ জনকে আটক করেছে। একই সাথে ৫ হাজার পিস ইয়াবা এবং ২৪ কেজি গাঁজাসহ এক মহিলাকে গ্রেপ্তার করা হয়।

জামালপুর সদর থানার ওসি নাসিমুল ইসলাম জানান, ডিবি পুলিশ শহরের ভোকেশনাল মোড়ে অভিযান চালিয়ে ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেনে। আটককৃতরা হলো- ইসলামপুর উপজেলার কিংজাল্লা এলাকার দেলোয়ার হোসেনের পুত্র আল আমিন ও ময়মনসিংহের ভাটিকাশর এলাকার সাত্তার মিয়ার পুত্র সুজন মিয়া। এদেরর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৫, গাঁজা ও ইয়াবা উদ্বার

মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম জানান, শুক্রবার মেলান্দহের ফুলকোচা ইউনিয়নের জগতপাট্টা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. সুজনের স্ত্রীকে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

গত ৪ অক্টোবর ৮ কেজি গাঁজাসহ সুজনকে গ্রেপ্তার করে জেল হাজাতে পাঠানো হয়। সুজনের দেয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী রিক্তার (২৪) হেফাজতে মাটিতে পুঁতে রাখা ড্রামভর্তি ২৪ কেজি গাঁজা উদ্বার করে। এ সময় সুজনের স্ত্রী রিক্তাকেও গ্রেপ্তার করা হয়।

এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত