![সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/14/rongpur_abnews24 copy_105212.jpg)
তারাগঞ্জ (রংপুর), ১৪ সেপ্টেম্বর, এবিনিউজ : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু হয়েছে বলে জানা গেছেএলাকাবাসী সুত্রে জানা গেছ। গতকাল শুক্রবার উপজেলার চাঁদখানা ইউনিয়নের কামারপাড়া গ্রামের ব্রেন রায়ের স্ত্রী দোলো রাণী (৪0) সন্ধ্যায় বাড়ির পাশে কাপড় তুলতে গেলে সেখানেই বিষধর সাপ কামড় দেয়।
পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে। চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/এমসি