![চিতলমারীতে টমেটো’র ফুলে কৃষকের হাসি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/14/bagerhat_abnews_105217.jpg)
বাগেরহাট, ১৪ সেপ্টেম্বর, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় আগাম টমেটো ক্ষেত গুলোতে ফুল ও ফল ধরতে শুরু করেছে। এতদিনের অক্লান্ত পরিশ্রমের পর ফোটা টমেটো’র ফুল এ অঞ্চলের চাষিদের মুখে হাসি ফুটিয়েছে।
কিন্তু তাদের সেই আনন্দের মাঝে অশনি সংকেত হয়ে দেখা দিয়েছে ভাইরাস। এখনই এই ভাইরাস দমন অথবা নিয়ন্ত্রণ করতে না পারলে টমেটো চাষিরা অর্থনৈতিক ভাবে চরম বিপর্যয়ের মধ্যে পড়বেন। শনিবার দুপুরে স্থানীয় সংবাদিকদের এমনটাই জানালেন খড়মখালী গ্রামের বেশ কয়েকজন সবজি চাষি।
এ গ্রামের টমেটো চাষি মুক্তিযোদ্ধা মনি মোহন হীরা, আলমগীর তরফদার, পরিমল মজুমদার ও গৌর মজুমদার জানান, এ অঞ্চলের টমেটো দেশের বিভিন্ন এলাকার চাহিদা মেটায়। প্রতিবছর এখানে কয়েক লাখ টন টমেটো উৎপাদিত হয়। আগতি টমেটোতে ভাল দাম পাওয়া যায়। আগাম টমেটো ফলাতে কৃষকের অক্লান্ত পরিশ্রমও করতে হয়। আর অক্লান্ত পরিশ্রমের পর ফোটা টমেটো’র ফুল আজ এ অঞ্চলের চাষিদের মুখে হাসি ফুটিয়েছে। কিন্তু সেই হাসির-আনন্দের মাঝে অশনি সংকেত হয়ে দেখা দিয়েছে ভাইরাস।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান জানান, এ বছর উপজেলায় এক হাজার ৬০৫ একর জমিতে বিভিন্ন জাতের টমেটোর চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অগ্রীম আবাদ ও সম্প্রতি বৃষ্টির কারণে কিছু টমেটো ক্ষেতে ভাইরাস দেখা দিয়েছে।
কৃষি অফিসের পক্ষ থেকে সেসব ক্ষেত-খামারে গিয়ে চাষিরদের খোঁজ-খবর নিয়ে ভাইরাস দমনের সঠিক পরামর্শ দেয়া হচ্ছে বলেও তিনি জানান।
এবিএন/এস এস সাগর/জসিম/এমসি