বাগেরহাট, ১৪ সেপ্টেম্বর, এবিনিউজ : বাগেরহাট জেলা জজ আদালতের আইনজীবী ও সদর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শেখ নুর মোহম্মদের (৫৬) উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় পঙ্গু পূনর্বাসন কেন্দ্রে (নিটোর) পাঠানো হয়েছে। আজ শনিবার সকাল নয়টার দিকে বাগেরহাট শহরের সোনাতলা এলাকায় দুর্বৃত্তরা নুর মোহম্মদের উপর হামলা চালায়।
আজ শনিবার সকালে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ হাসপাতালে আহত নুর মোহম্মদকে দেখতে যান। তারা তার চিকিৎসার খোঁজখবর নেন এবং যারা তার উপর হামলা চালিয়েছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা। তবে পুলিশ এখনো হামলায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
শেখ নুর মোহম্মদ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, শনিবার সকাল নয়টার দিকে সোনাতলার বাড়ি থেকে বের হয়ে পাশের একটি রেস্তোঁরায় নাস্তা খেতে রওনা হই। এসময় ৪/৫টি মোটরসাইকেলযোগে এসে ৮/৯ যুবক আমার পথরোধ করে লোহার হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পেটাতে শুরু করে। এক পর্যায়ে হাতুড়ির আঘাতে আমি রাস্তার উপর পড়ে গেলে তারা আমার শারা শরীরে পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ ফিরোজ টিপু বলেন, জেলা আইনজীবী সমিতির সদস্য শেখ নুর মোহম্মদের উপর হামলার খবর পেয়ে আমরা তাকে হাসপাতালে দেখতে যাই। আমরা তার উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। হামলার প্রতিবাদে আইনজীবী সমিতি সভা আহ্বান করে পরবর্তি করণীয় ঠিক করা হবে।
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আখতারুজ্জামান বাচ্চু বলেন, শেখ নুর মোহম্মদের উপর হামলাকারী যেই হোক তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তা নাহলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন ওই নেতা।
বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল বলেন, আইনজীবী নুর মোহম্মদের শরীরে বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। তার ডান পা ভেঙ্গে গেছে। তাকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় পঙ্গু পূনর্বাসন কেন্দ্রে (নিটোর) পাঠানো হয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, আইনজীবী নুর মোহম্মদের উপর কি কারণে কারা হামলা চালিয়েছে তা সনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। খুব শিগগির তাদের গ্রেপ্তার করা হবে।
এবিএন/এস এস সাগর/জসিম/এমসি