![চিতলমারীতে ইয়াবাসহ দুই যুবক আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/14/yabasohs-atok_105251.gif)
বাগেরহাট, ১৪ অক্টোবর, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ পিচ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে। আটককৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার পার শুরশাইল গ্রামের লুৎফর শেখের ছেলে মোঃ শহিদ শেখ (৩০) ও একই এলাকার মোঃ মুজিবর রহমানের ছেলে মোঃ হাসিব শেখ (২৯)। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার গোড়া নালুয়া সেবাশ্রম মন্দিরের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল সরকার জানান, এস আই আহাদ সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫পিচ ইয়াবাসহ শহিদ শেখ ও হাসিব শেখকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
এবিএন/এস এস সাগর/জসিম/রাজ্জাক