![মানিকগঞ্জে ২টি ঝুলন্ত লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/14/manikgoanj_abnews24 copy_105285.jpg)
মানিকগঞ্জ, ১৪ সেপ্টেম্বর, এবিনিউজ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ১২ ঘন্টার ব্যবধানে জার্মিত্তা ও উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রাম থেকে ২টি ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটি উদ্ধারের পর শনিবার ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করছে পুলিশ।
জানা গেছে, সিংগাইর উপজেলার জামির্ত্তা গ্রামের আকরাম হোসেন (২০) নামের এক মাংস বিক্রেতার ঝুলন্ত লাশ শনিবার উদ্ধার করে সিংগাইর থানা পুলিশ। আকরাম ওই গ্রামের আনোয়ার কসাইয়ের পুত্র।
অাকরামের পিতা অানোয়ার জানায়, পার্শ্ববর্তী নয়া জামির্ত্তা গ্রামের আবুল হোসেনের স্কুল পড়ুয়া কন্যা উর্মি আক্তারের (১৫) সঙ্গে প্রেমের সম্পর্ক হয় আকরামের। সেই সূত্রে গত ২৫ সেপ্টেম্বর বিকেলে দু’জন পালিয়ে গিয়ে বিয়ে করে পার্শ্ববর্তী ঢাকার নবাবগঞ্জ থানার শোল্লা ইউনিয়নের ভাওয়ালিয়া গ্রামে এক আত্মীয়র বাড়িতে ঘর সংসার শুরু করেন তারা। এদিকে অপহরণের অভিযোগ এনে গত ৫ অক্টোবর উর্মির পিতা আবুল হোসেন বাদী হয়ে আকরাম হোসেন, তার পিতা আনোয়ার, রবিন ও সুজন নামের ৪ জনকে আসামী করে সিংগাইর থানায় মামলা দায়ের করে।
মামলার পর থেকেই জার্মিত্তা গ্রামের মৃত নজু ফকিরের পুত্র ইমান কৌশলে মিমাংসার কথা বলে গত শুক্রবার বিকেলে আকরামকে ফোন করে এলাকায় ডেকে আনে। শনিবার সকালে বাড়ির অদূরে একটি কড়ই গাছে ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। সে জানায়, আবুল, ইমান, তারু ও বাবুল পরিকল্পিতভাবে তার ছেলেকে খুন করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে।
অাকরামের স্ত্রী উর্মি দাবী করেছে, আমার স্বামী আত্মহত্যা করতে পারেন না। তাকে যে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। এদিকে ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রাম থেকে গত শুক্রবার রাতে নুরু উদ্দিন (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত নুরু উদ্দিন ভোলা জেলার সদর উপজেলার ভেদুরিয়া হাজিরহাট গ্রামের লুৎফর রহমানের পুত্র। সে তার পূর্বের স্ত্রীর বাবার বাড়ি গাজিন্দা গ্রামের ফাঁকা বাড়িতে ক্ষোভে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নেশায় আসক্তির কারণে ৩ বছর আগে বিবাহ বিচ্ছেদ ঘটে নূরু উদ্দিনের। তার পরেও সে শ্বশুর বাড়ি আশে-পাশে ঘুরাফেরা করত। তার মানসিক সমস্যাও ছিলও বলে পারিবারিক সূত্রে জানা যায়।
সিংগাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানায়, ২টি লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর অাসল কারন জানা যাবে।
এবিএন/সোহেল রানা খান/জসিম/এমসি