![চুয়াডাঙ্গায় সাপের কামড়ে নারীর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/15/chuadanga _abnews24_105324.jpg)
চুয়াডাঙ্গা, ১৫ অক্টোবর, এবিনিউজ : জেলার জালশুকা গ্রামে আজ ভোরে সাপের কামড়ে এক নারী মারা গেছেন। মৃত সুন্দরী খাতুন (৪৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত এলাহী বক্স মন্ডলের স্ত্রী।
গ্রামবাসী সূত্রে জানা যায়, আজ ভোরে সুন্দরী খাতুন নামাজ পড়ার জন্য ঘরের বাইরে ওযু করতে আসে। এসময় বিষধর একটি সাপ তার পায়ে কামড় দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ষোঘণা করেন।
এবিএন/জনি/জসিম/জেডি