শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মানিকগঞ্জের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

মানিকগঞ্জের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

মা‌নিকগঞ্জ, ১৫ অক্টোবর, এবিনিউজ : মা‌নিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল দখল করার চেষ্টাকে কেন্দ্র করে মানিকগঞ্জে শুরু হওয়া পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকলীগের নেতাকর্মীরা। রোববার দুপুর ১২ টার দিকে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছে মা‌নিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার।

র‌বিবার মানিকগঞ্জে হঠাৎ পরিবহন ধর্মঘট সকাল থেকে শুরু হয়। এতে হাজার হাজার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। কোন প্রকার ঘোষনা ছারাই এ ধর্মঘট ডাক দেওয়াতে কর্মজীবী মানুষ‌কে সবচেয়ে বেশী কষ্ট করতে হয়েছে। অনেক পেশাজীবীই কর্মস্থলে যেতে পারেন নি। মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড টার্মিনাল দখল করার চেষ্টাকে কেন্দ্র করে মানিকগঞ্জে পরিবহন শ্রমিকরা এ ধর্মঘট পালন করে। রোববার সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘট সন্ধ্যা পর্যন্ত চলার কথা থাক‌লেও মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা দুপু‌রেই ধমঘট প্রত্যাহার ক‌রে নেয়।

মা‌নিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার জানায়, বাস টার্মিনাল দখল করার চেষ্টাকে কেন্দ্র করে ধর্মঘট ডাকা হয়েছিলো। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

‌এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত