শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • হোসেনপুরে টমটম চাপায় সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু

হোসেনপুরে টমটম চাপায় সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু

হোসেনপুরে টমটম চাপায় সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু

হোসেনপুর (কিশোরগঞ্জ), ১৫ অক্টোবর, এবিনিউজ : হোসেনপুরে ইঞ্জিনচালিত টমটম চাপায় সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের (৮০) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত সিরাজুল ইসলামের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন। সিরাজুল ইসলাম উপজেলার নারায়নডহর গ্রামের বাসিন্দা এবং হোসেনপুর ১ নং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে উপজেলার নারায়নডহর বাজার থেকে বের হয়ে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলেন সিরাজুল ইসলাম। এ সময় ইঞ্জিনচালিত একটি টমটম চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। গতকাল শনিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত