শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সচিবের কক্ষে তালা : সংকট নিরসনের উদ্যোগ নেই

সচিবের কক্ষে তালা : সংকট নিরসনের উদ্যোগ নেই

লক্ষ্মীপুর, ১৫ অক্টোবর, এবিনিউজ : লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউপি চেয়ারম্যান ও সচিবের দ্বন্দের কারণে বিগত এক মাস ধরে সচিবের কক্ষে তালা ঝুলছে। এ কারণে ইউনিয়ন পরিষদের যাবতীয় কাজ করা সম্ভব হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। তবে সংকট নিরসনে এখনো কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি কর্তৃপক্ষ।

এলাকাবাসী জানান, সম্প্রতি ইউপি চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান এলাকার কিছু লোকজনকে নিয়ে পরিষদের সামনে সচিব মিজানুর রহমানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে। ওই সময়ে সচিবের বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগ আনা হয়। এক পর্যায়ে কে বা কাহারা পরিষদের সচিবের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

পরে সচিব বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর শওকত হোসেনকে অবহিত করে। কিন্তু গত এক মাস পার হয়ে গেলেও এ ব্যাপারে প্রশাসনিকভাবে কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সচিব মিজানুর রহমান পরিষদের অফিশিয়াল কার্যক্রম পরিচালনা করতে পারছেন না।

তবে একটি সূত্র জানায়, বিভিন্ন বিল ভাউচার এবং বয়স্ক ও বিধবা ভাতা নিয়ে চেয়ারম্যান শেখ মুজিবুর রহমানের সঙ্গে সচিব মিজানুর রহমানের দ্বন্দ্ব শুরু হয়।

এ ব্যাপারে সচিব মিজানুর রহমান জানান, আমার অফিস কক্ষে তালা দেওয়ার পর থেকে আমি পরিষদের কোন অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করতে পারছিনা। মাঝে মাঝে পরিষদে যাই। কিন্তু ঘুরে ফিরে চলে আসি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, বিষয়টি জেনেছি। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছি চেয়ারম্যান ও সচিব উভয়ের দোষ ত্রুটি রয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর শওকত হোসেন বলেন, ইতিমধ্যে তালা দেওয়ার বিষয় নিয়ে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে জানান তালা অন্য কেউ দিয়েছে। তবুও বিষয়টি আমরা দেখবো।

এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত