আগৈলঝাড়া (বরিশাল), ১৫ অক্টোবর, এবিনিউজ : বরিশাল জেলা পুলিশ সুপারের বিশেষ পুরস্কার পেল আগৈলঝাড়ার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী। আর হত্যা মামলা তদন্তে বিশেষ অবদানের জন্য কল্যাণ সভায় পুরস্কৃত হলেন আগৈলঝাড়া থানার এসআই মোশারেফ হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিপিএম। অনুষ্ঠানের আগে পুলিশ সুপার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করেন।
এসময় তিনি সঠিক উত্তরদাতাকে পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। তার পাঠদানকালে বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারায় ৬ষ্ঠ শ্রেনীর অর্পিতা রায়, জান্নাতুল ফেরদৌস, ৯ম শ্রেনীর সেতু মন্ডল ও খাদিজা আক্তারকে পুরস্কার দেয়ার ঘোষণা করেন। পুলিশ সুপারের ঘোষণা অনুযায়ী গতকাল রবিবার সকালে আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক মোল্লা শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গিয়ে পুলিশ সুপার প্রদত্ত বিশেষ পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
অন্যদিকে বাগধা ইউনিয়নের আস্কর কালীবাড়ি গ্রামে ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ছত্তার মোল্লা (৫০) কে তার মাদকাসক্ত ছেলে রেজাউল (২৮) ঘুম থেকে ডেকে ঘরের বাইরে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে এলোপাথারী কুপিয়ে হত্যা করে।
ওই ঘটনায় নিহতের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে মামলা করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোশারেফ হোসেন ঘাতক পুত্র রেজাউলকে গ্রেফতার করেন। পুলিশী প্রচেষ্টায় রেজাউল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করায় শনিবার জেলা পুলিশের কল্যাণ তহবিল সভায় এসপি মো. সাইফুল ইসলাম বিপিএম চাঞ্চ্যল্যকর ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোশারফ হোসেনকে ৫ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেন।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/রাজ্জাক