সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

আগৈলঝাড়ায় ফারিয়ার উদ্যোগে মানববন্ধন ও সভা

আগৈলঝাড়ায় ফারিয়ার উদ্যোগে মানববন্ধন ও সভা

আগৈলঝাড়া (বরিশাল), ১৫ অক্টোবর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় ফারিয়াদের উদ্যোগে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট মহাসড়কের পাশে উপজেলা হাসপাতালের সামনে উপজেলা ফারিয়ার উদ্যোগে ফারিয়া মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা ফারিয়ার সভাপতি শিকদার মো. জহিরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফারিয়ার সদস্য এসএম রাসেল বাবু, এমডি আনোয়ার হোসেন মৃধা, সুমন আলী, সমরেশ তপাদার, মাহবুবুর রহমান মোর্শেদ, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, শাহিন হোসেন, সুমন দেউরী প্রমুখ।

বক্তারা ঔষধ কোম্পানী প্রতিনিধিদের কথায় কথায় চাকুরী ছাটাই বন্ধ ও সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো তৈরীসহ ঔষধ শিল্পে নিয়োজিত প্রতিনিধিদের চাকুরীর ‘সুনির্দিষ্ট নীতিমালা’ প্রণয়নের দাবি জানান। আগামী ১৫ নভেম্বর এর মধ্যে উপরোক্ত দাবিসমূহ না মানলে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/রাজ্জাক

আগৈলঝাড়ায় ফারিয়ার উদ্যোগে মানববন্ধন ও সভা

আগৈলঝাড়া (বরিশাল), ১৫ অক্টোবর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় ফারিয়াদের উদ্যোগে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট মহাসড়কের পাশে উপজেলা হাসপাতালের সামনে উপজেলা ফারিয়ার উদ্যোগে ফারিয়া মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা ফারিয়ার সভাপতি শিকদার মো. জহিরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফারিয়ার সদস্য এসএম রাসেল বাবু, এমডি আনোয়ার হোসেন মৃধা, সুমন আলী, সমরেশ তপাদার, মাহবুবুর রহমান মোর্শেদ, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, শাহিন হোসেন, সুমন দেউরী প্রমুখ।

বক্তারা ঔষধ কোম্পানী প্রতিনিধিদের কথায় কথায় চাকুরী ছাটাই বন্ধ ও সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো তৈরীসহ ঔষধ শিল্পে নিয়োজিত প্রতিনিধিদের চাকুরীর ‘সুনির্দিষ্ট নীতিমালা’ প্রণয়নের দাবি জানান। আগামী ১৫ নভেম্বর এর মধ্যে উপরোক্ত দাবিসমূহ না মানলে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/রাজ্জাক

আগৈলঝাড়ায় শিক্ষার মানোন্নয়নে বিজ্ঞান সামগ্রী বিতরণ

আগৈলঝাড়া (বরিশাল), ১৫ অক্টোবর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার মানোন্নয়নে জন্য বিজ্ঞান সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার বিকালে উপজেলার রতœপুর ইউনিয়নের সাহেবেরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি নির্মল চন্দ্র ঢালীর সভাপতিত্বে বিজ্ঞান সামগ্রী বিতরণ সভায় বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক সুধীর চন্দ্র ঢালী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার বালা, শিক্ষক সুমন কুমার ঢালী, শ্রীমতি চন্দনা বিশ্বাস, রমেশ চন্দ্র বাড়ৈ, শিক্ষক সুবোধ চন্দ্র সরকার, পল্লী চিকিৎসক সন্তোষ সরকার, গণেশ চন্দ্র রায় প্রমুখ।

পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা নিজ নিজ উদ্যোগে বিজ্ঞান সামগ্রী ক্রয় করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করেন।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত