
ঢাকা, ১৫ অক্টোবর, এবিনিউজ : নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন কমিশনের খুব বেশি কিছু করার নেই। তারপরও এই সংলাপের পর বিএনপি কিছুটা আশাবাদী তো বটেই।’
আজ রবিবার বেলা ১১ টায় ইসি কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসে দলটির ১৫ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ২ ঘণ্টা ৩৫ মিনিট ব্যাপী সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।