![সোনাগাজীতে যুবলীগ নেতার মৎস খামারে বিষ প্রয়োগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/15/feni_abnews_105427.jpg)
সোনাগাজী, ১৫ সেপ্টেম্বর, এবিনিউজ : সোনাগাজীতে যুবলীগ নেতার মৎস খামারে বিষ ঢেলে ৫০ লক্ষ টাকার মাছ ধ্বংস করেছে একটি দুর্বৃত্ত চক্র। শনিবার গভীর রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়ের ভোয়াগ গ্রামে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের মৎস খামারে বিষ ঢালে দুর্বৃত্তরা।
যুবলীগ নেতা জানান, আজ রবিবার সকালে তার খামারের তিনটি পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখে নৈশ প্রহরী বিষয়টি তাকে অবহিত করে। তিনি আরও জানান, বিষ প্রয়োগের কারনে তার খামারের প্রায় ৫০ লক্ষ টাকার মাছ ধ্বংস হয়েছে। এ সময় পুকুরের পাড় থেকে তিনটি খালি বিষের বোতল উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে তিনি মামলা দায়ের করবে বলে জানান।
খবর পেয়ে সোনাগাজী মড়েল থানার ওসি হুমায়ুন কবির ঘটনার স্থল পরিদর্শন করে অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করে। এ সময় মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, ইউপি সদস্য আব্দুর রহিম খোকন ও চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু উপস্থিত ছিলেন।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/এমসি