শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মুন্সীগঞ্জে মা ইলিশ ধরায় ৫০ জেলের কারাদণ্ড

মুন্সীগঞ্জে মা ইলিশ ধরায় ৫০ জেলের কারাদণ্ড

মুন্সীগঞ্জ, ১৬ অক্টোবর, এবিনিউজ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪৫০ কেজি মা ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব ইলিশ শিকারের দায়ে আদালত ৫০ জেলের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন।

গতকাল রবিবার রাত ১০টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত চালানো হয়। এ অভিযানে ২ লাখ মিটার কারেন্ট জালও জব্দ করা হয়।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনির হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, সম্প্রসারণ কর্মকর্তা রাসেল মোল্লা, মৎস্য অফিসের অফিস সহকারী সেলিম ইসলামসহ কোস্টগার্ড, নৌ-পুলিশের কর্মকর্তা ও সদস্যরা।

অভিযানের বিষয়ে জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কামরুল হাসান জানান, পদ্মা নদীতে ১০ ঘণ্টা অভিযান চালিয়ে ইলিশগুলো জব্দ ও জেলেদের আটক করা হয়। অভিযান শেষে জব্দকৃত জাল পদ্মা নদীর পাড়ে পুড়িয়ে বিনিষ্ট করা হয়েছে। এ ছাড়া মা ইলিশগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত