![নরসিংদীর রায়পুরা থেকে ৬ শত পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/16/narsingdi-madok-atok@abnews_105520.jpg)
নরসিংদী, ১৬ অক্টোবর, এবিনিউজ : নরসিংদীর রায়পুরার মরজাল থেকে ৬শত পিস ইয়াবা ট্যাবলেট সহ নান্নু মিয়া (৫০) নামের এক সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার রাতে মরজাল পল্লী বিদ্যুৎ সমিতির বিপরীত পার্শ্বে তার বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আমলাব ইউনিয়নের সাবেক সদস্য নান্নু মিয়া বেলাব উপজেলার আমলাব গ্রামের মৃত জিয়ার উদ্দিনের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম রায়পুরা উপজেলার মরজাল থেকে সাবেক ইউপি সদস্য ও মাদক ব্যবসায়ী নান্নু মিয়ার ভাড়া করা বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৬শত পিস ইয়াবা ট্যাবলেট ও তার ব্যবহৃত মটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত নান্নু মিয়া দীর্ঘদিন যাবৎ মরজালের সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানের বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে থাকতো। এখানে থেকে সে বিভিন্ন জায়গা থেকে ইয়াবা এনে বিক্রি করত।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রূপণ কুমার সরকার জানান, গ্রেফতারকৃত নান্নু মিয়া জেলার পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে এই ৬শত পিস ইয়াবা ট্যাবলেট কিনে আনে বিক্রি করার জন্য। তাকে গ্রেফতারের পর রায়পুরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/সুমন রায়/জসিম/নির্ঝর