![লক্ষ্মীপুরে জমিজমা বিরোধের জের ধরে বৃদ্ধের পরিবারের উপর হামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/16/lokkhipur-jomi_105521.jpg)
লক্ষ্মীপুর, ১৬ অক্টোবর, এবিনিউজ : লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের চর উভূতি গ্রামের সাফি উল্লা ও তার পরিবারকে একই এলাকার তবারক আলী প্রকাশ তরক আলী ও তার বাহিনী কতৃক মারধোর করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে , সাফি উল্লা কমলনগরের চরকালকিনী ইউনিয়নের বাসিন্দা হলেও প্রায় ৩০ বছর আগে মেঘনা নদী ভিটেমাটি বসত ঘর ভেঙে নিয়ে গেলে ভবানীগঞ্জের তৎকালীন চেয়ারম্যান মোসলেহ উদ্দিন নিজামের সহযোগীতায় সদর সীমান্তে কাদের ব্রীক ফিল্ডের সামনে বেড়ির ঢালে মাথা গোজার ব্যবস্থা করে দেন। চেয়ারম্যান মোসলেহ উদ্দিন নিজাম বেঁচে থাকতে এতো বছর কোনো ঝামেলা বা মারধোর না ঘটলেও চেয়ারম্যান মারা যাওয়ার সাথে সাথে তোবারগঞ্জের আবদুল মুনাফের ছেলে তবারক আলী প্রকাশ তরক আলী তার দলবল, ছিদ্দিক উল্লাহর ছেলে আবদুল খালেক,আবদু জাহের,সুমন,মৃত মাহামুদল্লার ছেলে আলমগীর, আলমগীরের ছেলে লিটন,আনোয়ার, মেয়ে তাছলিমা,স্ত্রী আয়েশা,খোকন ও তার স্ত্রী কুলসুম,সুমনসহ দলবল নিয়ে সাফি উল্লাহকে উচ্ছেদ করার হীন মানসে অত্র জায়গা দখলের উদ্দেশ্য সাফি উল্লাহ,স্ত্রী মরিয়ম বেগম,ছেলে মাইন উদ্দিন,স্ত্রী মারজাহানকে শুক্রবার রাত ১০টার দিকে ঘর থেকে ডেকে নিয়ে মারধোর করেন। এসময় তাদের বসতঘর ভাঙ্চুর করেন।সাফি উল্লাহ বলেন -তরক আলী আমাকে মেরে গুম করার হুমকী দিয়েছে।আমার জীবনের নিরাপত্তা চাই।
এবিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে চাইলে তরক আলী বলেন, সাফি উল্লা আমার খালতো বোনের ছেলে, তার ওখানে আমার মেয়েকে একটা ঘর তুলে দিয়েছি, কিছুদিন পর থেকেই সে ঝামেলা শুরু করে।কেনো ঝামেলা করে জানতে চাইলে সে বলে জমি তার দখলে, আমার মেয়েকে ওখানে ঘর তুলে দিলাম কেনো,একারনে ঝামেলা করে।মামলা করে।
এ নিয়ে স্থানীয় নাছির মেম্বার বলেন -আমি বিষয়টি শুনেছি, ঘটনাটি খুবই ন্যাক্কার জনক, ঘটনাটি মিমাংশা করার চেষ্টা করেছি, তবে পারিনি,সাফি উল্লাহ পরিষদ রেখে কোর্টে মামলা করছে বলে শুনেছি।সাফিউল্লা এখানে দীর্ঘ ৩০ বছর যাবত বসবাস করে আসছে,তাকে এখান থেকে উচ্ছেদ করার ক্ষমতা সরকার ছাড়া কারোরই নেই।
চেয়ারম্যান সাইফুল হাসান রনি বলেন আমার কাছে অভিযোগ এলে আমি নাছির মেম্বারকে দায়িত্ব দিয়েছি।পরে কি হয়েছে আমাকে জানায়নি।
এনিয়ে সাফি উল্লার স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে কোর্টে মামলা করেছেন বলে জানা গেছে।
এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/নির্ঝর