![রামগতিতে খালের পাশে নবজাতকের মরাদেহ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/16/lakshmipur_abnews24_105570.jpg)
লক্ষ্মীপুর, ১৬ সেপ্টেম্বর, এবিনিউজ : লক্ষীপুরের রামগতিতে খালের পাশে লুঙ্গী কাপড় মোড়ানো এক নবজাতকের মরদেহ পড়ে রয়েছে। আজ সোমবার সকালে নোয়াখালীর সোনাপুর থেকে অালেকজান্ডার ও রামগতি সড়কের অাজাদনগর স্টীল ব্রিজের নিচে।
স্থানীয়রা মরদেহ দেখে স্থানীয় ওয়ার্ডের মেম্বারকে জানান। খবর পেয়ে মেম্বার ঘটনাস্থলে অাসেন। পরে মেম্বার নবজাতকের মরদেহটি দেখে স্থানীয়দের উদ্দেশ্য করে বলেন, এই ঘটনাটি থানায় না জানানো পর্যন্ত অামার পক্ষ্যে কিছুই করা সম্ভব না এ বলে মেম্বার চলে গেলেন।
স্থানীয়দের ধারণা, অবৈধভাবে জন্ম হওয়া এ নবজাতককে শ্বাসরোধ করে হত্যা করে রাতের কোনো এক সময়ে ব্রিজের উপর থেকে বা নিচে ফেলে যাওয়া হয়েছে। মরদেহের নাক দিয়ে রক্ত ঝরছে এবং বিভিন্ন পোকা মাকড় মাছি মোশা ঐ মরা দেহের উপর।
অবশেষে কোন সমাধান মিলেনি স্থানীয় মেম্বার চেয়ারম্যানদের কাছ থেকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নবজাতকের মরদেহ ব্রিজের নিচেই পড়ে আছে। উৎসুখ জনতা একনজর দেখার জন্য ভীড় করছে।
এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি